kalerkantho

মঙ্গলবার । ১৯ নভেম্বর ২০১৯। ৪ অগ্রহায়ণ ১৪২৬। ২১ রবিউল আউয়াল ১৪৪১     

পাবনায় ছাত্রী সংস্থার ১৩ সদস্য গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি   

১৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপাবনার মনসুরাবাদ আবাসিক এলাকার একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ জিহাদি বইসহ বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার ১৩ সদস্য ও বাড়ির মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস  জানান, মনসুরাবাদ এলাকার ক-ব্লকের ৫ নম্বর সড়কের ১১৯ নম্বর বাড়িতে জামায়াত-শিবিরের নারী সংগঠনের গোপন বৈঠকের খবর পেয়ে রবিবার পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় শামীমা, নাজমা, মাহফুজা, রুমা, লাকী, লুবনা, সুমাইয়া, শারমিলি, রাবেয়া, আরিফা, ফাতেমা, তানজিদা ও আসমাউল হোসনাকে গ্রেপ্তার করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা