kalerkantho

বৃহস্পতিবার । ১১ অগ্রহায়ণ ১৪২৭। ২৬ নভেম্বর ২০২০। ১০ রবিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

ক্ষমতা পোক্ত করতে ভারতের সঙ্গে চুক্তি : সিপিবি

নিজস্ব প্রতিবেদক   

১৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেক্ষমতা পোক্ত করতে ভারতের সঙ্গে চুক্তি : সিপিবি

ভারতের সঙ্গে করা চুক্তি বাতিল এবং আবরার হত্যার বিচার দাবিতে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নারী সেল। ছবি : কালের কণ্ঠ

ক্ষমতা পাকাপোক্ত করতে সরকার ভারতের সঙ্গে চুক্তি করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে সিপিবির নারী সেল আয়োজিত প্রতিবাদ-সমাবেশে নেতারা এসব কথা বলেন। আবরার ফাহাদের হত্যাকারীদের দ্রুত বিচার, ভারতের সঙ্গে জাতীয় স্বার্থবিরোধী অসম চুক্তি বাতিল এবং সারা দেশে যৌন নিপীড়ন ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবির নারী সেলের আহ্বায়ক লক্ষ্মী চক্রবর্তী। তিনি বলেন, ‘দেশের প্রতিনিয়ত আবরার হত্যার মতো ঘটনা ঘটেই চলেছে। এসব ঘটনার সত্যিকারের কোনো বিচার দেখি না। খুনিরা রাজনীতিবিদদের সহযোগিতা-ছত্রচ্ছায়ায় থাকেন।’

মন্তব্যসাতদিনের সেরা