kalerkantho

শনিবার । ৪ আশ্বিন ১৪২৭। ১৯ সেপ্টেম্বর ২০২০। ১ সফর ১৪৪২

নতুন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল

নিজস্ব প্রতিবেদক   

১৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনতুন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল

খন্দকার আনোয়ারুল ইসলাম দেশের ২২তম মন্ত্রিপরিষদসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। আগামী ৩০ অক্টোবর তিনি নতুন দায়িত্বে যোগ দিতে পারেন বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে। মন্ত্রিপরিষদসচিব সরকারি কর্মচারীদের মধ্যে সর্বোচ্চতম পদ। দেশের প্রথম মন্ত্রিপরিষদসচিব ছিলেন এইচ টি ইমাম।

দীর্ঘদিন সেতু বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসা আনোয়ারুল ইসলাম মন্ত্রিপরিষদসচিব হিসেবে নিয়োগ পাওয়ার খবর গত আগস্টে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গণমাধ্যমকে জানিয়েছিলেন। গতকাল রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ শাখা-১ থেকে জারি করা প্রজ্ঞাপনে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। আনোয়ারুল ইসলাম ১৯৮৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন।

খন্দকার আনোয়ারুল ইসলাম ২০১১ সালের নভেম্বরে সেতু বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে যোগ দেন।

মন্তব্যসাতদিনের সেরা