kalerkantho

বৃহস্পতিবার । ১৬ আশ্বিন ১৪২৭ । ১ অক্টোবর ২০২০। ১৩ সফর ১৪৪২

আরবার হত্যা

শিক্ষকের অভিনব প্রতিবাদ

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ   

১৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশিক্ষকের অভিনব প্রতিবাদ

বুয়েট ছাত্র আবরার হত্যার বিচারের দাবিতে ‘একক প্রতিবাদে’ নেমেছেন ময়মনসিংহের নান্দাইলের অবসরপ্রাপ্ত অধ্যাপক আফেন্দি নুরুল ইসলাম। ছবি : কালের কণ্ঠ

ময়মনসিংহের নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ কলেজের অধ্যাপক আফেন্দি নুরুল ইসলাম (৭২) অবসর নিয়েছেন এক যুগ আগে। বেশ কয়েক বছর ধরেই অন্যায়ের বিরুদ্ধে নিয়মিত প্রতিবাদ জানিয়ে আসছেন তিনি। বয়সের ভারে ন্যুব্জ হলেও থেমে নেই তাঁর অভিনব প্রতিবাদ। বিশেষ করে সরকারের ভালো কাজের প্রশংসা ও খারাপ কাজের সমালোচনা ছাড়াও ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে একাই সড়কে নেমে জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এর ব্যতিক্রম ঘটেনি গতকাল রবিবারও। বুয়েট ছাত্র আবরার ফাহাদের খুনিদের ‘চূড়ান্ত বিচার চাই’ লেখা প্রতিবাদ সংখ্যা ‘৯৯তম’ প্ল্যাকার্ড হাতে নিয়ে তিনি শহরের বিভিন্ন সড়ক ঘুরে বেড়িয়েছেন। সেই সঙ্গে বিতরণ করেছেন লিফলেট।

প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘পদত্যাগ চাই বুয়েট ভিসির। ছাত্ররাজনীতি বন্ধ হবে কেন? বঙ্গবন্ধুর নির্দেশে আমরা ছাত্ররাই তো বাংলাদেশ স্বাধীন করেছিলাম।’

মন্তব্যসাতদিনের সেরা