kalerkantho

শনিবার । ৪ আশ্বিন ১৪২৭। ১৯ সেপ্টেম্বর ২০২০। ১ সফর ১৪৪২

আবরারের বাড়িতে যেতে পারেননি আমানউল্লাহ আমান

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া   

১৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকুষ্টিয়ায় এসেও পুলিশের বাধায় নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারের সঙ্গে দেখা করতে না পেরে ঢাকায় ফিরে গেছেন সাবেক মন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক ছাত্রনেতা আমানউল্লাহ আমান। কুষ্টিয়া-পাবনা সীমান্তের লালন শাহ সেতু পার হতেই পুলিশ তাঁকে বাধা দিয়ে সেতুর টোল প্লাজা থেকে ফিরে যেতে বাধ্য করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কয়েকজন দলীয় নেতা নিয়ে সকাল সাড়ে ১১টায় আমানউল্লাহ লালন শাহ সেতু পার হয়ে গাড়ি নিয়ে কুষ্টিয়ার সীমানায় প্রবেশ করেন। এ সময় কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আল বেরুনী ও ভেড়ামারা থানার ওসি আব্দুল আলীম তাঁদের আবরারের বাড়িতে যেতে নিষেধ করেন। প্রায় ৩০ মিনিট ধরে সেখানে অবস্থানের পর তাঁরা ঢাকায় ফিরে যেতে বাধ্য হন। এ সময় দুজন কেন্দ্রীয় নেতাসহ কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী ও সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন সেখানে উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা