kalerkantho

শনিবার । ২৫ জানুয়ারি ২০২০। ১১ মাঘ ১৪২৬। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪১     

সড়কে নিভল ছয় প্রাণ

কালের কণ্ঠ ডেস্ক   

১৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবান্দরবানের আলীকদম, ফেনীর সোনাগাজী, চুয়াডাঙ্গা, পিরোজপুরের ভাণ্ডারিয়া ও ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলাদা সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছে। এ ব্যাপারে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :

লামা : আলীকদমে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও ১৪ জন আহত হয়েছে।  গতকাল আলীকদম-থানচি সড়কের ১৫ কিলোমিটার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। থানচি থেকে পর্যটকবাহী একটি চাঁদের গাড়ি আলীকদম আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে হতাহতের ঘটনা ঘটে।

পিরোজপুর (আঞ্চলিক) : ভাণ্ডারিয়া-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ভাণ্ডারিয়ার শিল্পপতি এম এ খালেকের পাথরবাড়ির নামক স্থানে গতকাল রবিবার সকালে ঢাকাগামী ঈগল পরিবহনের একটি বাসের চাকায় পিষ্ট হয়ে নূরুজ্জামান সুমন খান (৩৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) : ফুলবাড়িয়া প্রাণিসম্পদ অফিসসংলগ্ন সড়কে মোটরসাইকেলচাপায় লাভলী দাস (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

সোনাগাজী (ফেনী) : সোনাগাজী-ফেনী সড়কের সাতবাড়িয়া এলাকার গোয়ালবাড়ীর দরজা নামক স্থানে গতকাল  মোটরসাইকেলচাপায় সুচিত্রা রানী বৈষ্ণব (৭৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নয়ন হোসেন (১৭) নিহত হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের কৃষ্ণপুর গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। নয়ন আলমডাঙ্গার রামচন্দ পুর গ্রামের মিনারুল ইসলামের ছেলে এবং মুন্সীগঞ্জ একাডেমির দশম শ্রেণির ছাত্র ছিল।

মন্তব্যসাতদিনের সেরা