kalerkantho

বৃহস্পতিবার । ১৪ নভেম্বর ২০১৯। ২৯ কার্তিক ১৪২৬। ১৬ রবিউল আউয়াল ১৪৪১     

সিলেটে পররাষ্ট্রমন্ত্রী

সীমান্ত হত্যা কমে এসেছে

সিলেট অফিস   

১৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআগের তুলনায় সীমান্তে হত্যা অনেকটা কমে এসেছে দাবি করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘সীমান্তে হত্যা বন্ধে ঢালাওভাবে ভারতকে দোষারোপ না করে নিজেদেরও দায়িত্বশীল হতে হবে। আর যারা মারা যাচ্ছে, তাদের বেশির ভাগই অবৈধভাবে ভারতে যায় এবং চোরাকারবারে জড়িত।’

গতকাল শনিবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ২০০১-০২ ও ২০০৩ সালে প্রতিবছর শতাধিক লোক মারা যেত। এর মধ্যে ২০০৩ সালে ১৬৬ জন লোক সীমান্তে মারা গেছে। কিন্তু গত বছর মাত্র তিন-চারজন মারা গেছে।

ভারতের ত্রিপুরার সঙ্গে ফেনী নদীর পানিবণ্টন ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘খাগড়াছড়ির মাটিরাঙার ভগবানটিলায় ফেনী নদীর উৎপত্তি। সেটার বেশির ভাগই সীমান্তে। ভারতের ওই অংশের মানুষের পান করার পানির অভাব। তাই আমরা তাদের খাবার পানি দিয়েছি। এটা বাংলাদেশের মহানুভবতা।’ এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ ভারতকে দায়বদ্ধতার মধ্যে ফেলেছে বলেও তিনি মন্তব্য করেন।

মন্তব্যসাতদিনের সেরা