kalerkantho

বৃহস্পতিবার । ২৫ আষাঢ় ১৪২৭। ৯ জুলাই ২০২০। ১৭ জিলকদ ১৪৪১

বাংলাদেশ ও ভারতীয় নৌবাহিনীর যৌথ টহল

১০ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবঙ্গোপসাগরে দ্বিতীয়বারের মতো দুই দেশের সমুদ্রসীমার নির্ধারিত এলাকায় বাংলাদেশ ও ভারতীয় নৌবাহিনীর জাহাজ ও টহল বিমানের অংশগ্রহণে শুরু হতে যাচ্ছে যৌথ টহল কো-অর্ডিনেটেড প্যাট্রল। আজ বৃহস্পতিবার শুরু হয়ে এ টহল আগামী শনিবার ভারতের বিশাখাপত্তমে পৌঁছে শেষ হবে। টহলে অংশগ্রহণের জন্য নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ বানৌজা ‘স্বাধীনতা’ ও ‘আলী হায়দার’ গতকাল বুধবার খুলনার নৌ জেটি ত্যাগ করে। এ সময় নৌবাহিনীর ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী সুসজ্জিত বাদকদল বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে জাহাজ দুটিকে বিদায় জানায়। এ সময় কমান্ডার খুলনা নেভাল এরিয়া রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা, কমান্ডার প্লোটিলা ওয়েস্টসহ স্থানীয় নৌ কর্মকর্তা, নাবিক, জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারবর্গ উপস্থিত ছিল। যৌথ এ টহলে নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ ও ভারতীয় নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ ও এমপিএ অংশগ্রহণ করবে। যাত্রপথে দুই দেশের মধ্যে একটি যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হবে। নৌবাহিনীর জাহাজ দুটি বিশাখাপত্তমে পৌঁছে যৌথ টহলসংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করবে। সংবাদ বিজ্ঞপ্তি।

মন্তব্যসাতদিনের সেরা