kalerkantho

বৃহস্পতিবার । ২৫ আষাঢ় ১৪২৭। ৯ জুলাই ২০২০। ১৭ জিলকদ ১৪৪১

খুলনায় নদীতীর বেদখল

উচ্ছেদ না করার দাবি জানালেন ব্যবসায়ীরা

খুলনা অফিস   

১০ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেখুলনা শহরের তীরঘেঁষা ভৈরব ও রূপসা নদীর পার দখলদার ব্যবসায়ীদের উচ্ছেদ না করার দাবি জানানো হয়েছে। দাবি আদায়ে তাঁরা রাজপথে কর্মসূচি ঘোষণা করেছে। তবে জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ-বিআইডাব্লিউটিএ অবিলম্বে দখলদার উচ্ছেদের ঘোষণা দিয়েছে। ইতিমধ্যে তারা সিএস ম্যাপ অনুযায়ী নদীতীরের সীমানা পিলার স্থাপনও করেছে। গত মঙ্গলবার ভৈরব ও রূপসা নদীতীরের ব্যবসায়ীদের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে বলা হয়, অনেকেই পৈতৃক সম্পত্তি এবং সরকারের কাছ থেকে ৯৯ বছরের জন্য বরাদ্দ (লিজ) ও একসনা বন্দোবস্তু নিয়ে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তাঁরা ব্যবসার জন্য কোটি কোটি টাকা বিনিয়োগ করেছেন; আবার অনেকে ব্যাংক ঋণ নিয়েছেন। এমতাবস্থায় গত ২৮ সেপ্টেম্বর বিআইডাব্লিউটিএ তাঁদের উচ্ছেদের নোটিশ দিয়েছে। উচ্ছেদ হলে ব্যবসায়ীরা লগ্নি করা টাকা তুলতে পারবেন না।

মন্তব্যসাতদিনের সেরা