kalerkantho

বৃহস্পতিবার । ২৫ আষাঢ় ১৪২৭। ৯ জুলাই ২০২০। ১৭ জিলকদ ১৪৪১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মোবাইল অ্যাপস

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর   

১০ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেতথ্য-প্রযুক্তি যোগাযোগ সহজ করতে নিজস্ব মোবাইল অ্যাপস চালু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। গতকাল বুধবার সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে অ্যাপসের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে কাজী শহীদুল্লাহ বলেন, ‘তথ্য-প্রযুক্তি যোগাযোগে জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে অনেক এগিয়ে। মোবাইল অ্যাপস এ ক্ষেত্রে নতুন সংযোজন। যোগাযোগ ও শিক্ষার সার্বিক উন্নয়নে এ প্রযুক্তি ইতিবাচক ভূমিকা রাখবে। এটি গর্বেরও।’

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. হাফিজ মো. হাছান বাবু ও অধ্যাপক ড. মশিউর রহমান।

মন্তব্যসাতদিনের সেরা