kalerkantho

বৃহস্পতিবার । ২৫ আষাঢ় ১৪২৭। ৯ জুলাই ২০২০। ১৭ জিলকদ ১৪৪১

শিমুলিয়া ঘাটে শতাধিক দোকান উচ্ছেদ

মুন্সীগঞ্জ প্রতিনিধি   

১০ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে অভিযান চালিয়ে শতাধিক দোকান উচ্ছেদ করেছে বিআইডাব্লিউটিএ। গতকাল বুধবার দুপুরে বিআইডাব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এদিকে দোকানদাররা অভিযোগ করেছেন, অভিযান শুরুর আগে দোকান থেকে মালপত্র সরিয়ে নিতে তাঁদের কোনো সময় দেওয়া হয়নি।

উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত কয়েকজন বলেন, ‘ঘাট আর দুই বছর আছে। এর পরেই পদ্মা সেতু চালু হবে। তখন এমনিতেই আমাদের উঠে যেতে হবে। তার আগেই কোনো রকম মানবিক বিচার ছাড়াই আমাদের উচ্ছেদ করা হলো। এতে আমরা বেকার ও পথে বসে যাব।’ বিআইডাব্লিউটিএর ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিআইডাব্লিউটিএর চেয়ারম্যানের নির্দেশে গতকাল উচ্ছেদ অভিযান চালানো হয়। এখানে বৈধ-অবৈধ মিলে কয়েক শতাধিক খাবার হোটেলসহ বিভিন্ন প্রকার দোকানঘর রয়েছে। কিছু দোকানঘর ছিল একেবারে নদীর পারে। আপাতত ওই সব দোকানঘর উচ্ছেদ করা হয়েছে। কিন্তু এটি যেহেতু একটি ঘাট, এখান দিয়ে প্রতিদিন হাজার হাজার লোক চলাচল করে, অনেক সময় ফেরি পেতে সমস্যা হয়; তাদের খাবারদাবারের কথা বিবেচনা করে আপাতত হোটেল-রেস্টুেরেন্টগুলো উচ্ছেদ করা হয়নি।

মন্তব্যসাতদিনের সেরা