kalerkantho

বুধবার । ২৩ অক্টোবর ২০১৯। ৭ কাতির্ক ১৪২৬। ২৩ সফর ১৪৪১                 

খুলনায় মদ্যপানে ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, খুলনা   

১০ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেখুলনা মহানগরী ও রূপসা উপজেলায় ‘মদ্যপানে’ দুই ভাইসহ ছয়জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন খুলনা নগরীর গল্লামারী এলাকার নরেন্দ্র দাসের ছেলে প্রসেনজিৎ দাস (২৯), তাপস (৩২), ভৈরব টাওয়ার এলাকার মানিক বিশ্বাসের ছেলে রাজু বিশ্বাস (২৫), রূপসা উপজেলার রাজাপুর এলাকার পরিমল ও নগরীর গ্যালাক্সির মোড় এলাকার প্রদীপ শীলের ছেলে সুজন শীল (২৬) এবং দীপ্ত দাস। এ ছাড়া অমিত শীল (৪০) নামের একজন খুমেক হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।

নিহতদের মধ্যে চারজন গতকাল বুধবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন সময়ে ও একজন মঙ্গলবার দিবাগত গভীর রাতে মারা যান। নিহতদের মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতাল মর্গে রয়েছে।

হতাহতরা দুর্গাপূজার বিজয়া দশমীতে আনন্দের অংশ হিসেবে মদ্য পান করেছিলেন। অতিরিক্ত মদ্যপানে তাঁদের এমনটি হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

মন্তব্যসাতদিনের সেরা