kalerkantho

রবিবার । ১৭ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৩১  মে ২০২০। ৭ শাওয়াল ১৪৪১

সড়কে নিভল চার প্রাণ

কালের কণ্ঠ ডেস্ক   

১০ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেরাজশাহীর পুঠিয়ায় ট্রাকের ধাক্কায় এক বিজিবি সদস্য স্ত্রীসহ নিহত হয়েছেন। দিনাজপুরের চিরিরবন্দর ও যশোরের মণিরামপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরো দুজন। এ ব্যাপারে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :

দুর্গাপুর (রাজশাহী) : ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়ায় সিক্স বিল্ডিং নামক এলাকায় গতকাল বুধবার সকালে ট্রাকের ধাক্কায় এক বিজিবি সদস্য স্ত্রীসহ নিহত হয়েছেন। তাঁরা হলেন বিজিবি সদস্য আজিম উদ্দিন (৪২) ও তাঁর স্ত্রী রুমা বেগম (৩৫)। আজিমের বাড়ি নাটোরের তেলকুপি এলাকায় এবং রুমা পুঠিয়ার ১ নম্বর ওয়ার্ডের পালোপাড়া মহল্লার ওয়ারেশ উদ্দিনের মেয়ে। তাঁরা দুই ছেলেসহ পুঠিয়ার টিঅ্যান্ডটি পাড়া এলাকার একটি ভাড়া বাড়িতে বাস করতেন। দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় একঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পুলিশ ট্রাকসহ চালককে আটক করেছে। গতকাল বুধবার সকালে স্ত্রীকে মোটরসাইকেলে নিয়ে তিনি ব্যাংকে টাকা তুলতে যাচ্ছিলেন। এ সময় নাটোরগামী একটি মালবাহী ট্রাক তাঁদের ধাক্কা দেয়। এ সময় তাঁরা রাস্তার ওপর মোটরসাইকেলসহ ছিটকে পড়লে ওই ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হন। এতে বিজিবি সদস্য আজিম উদ্দিন ঘটনাস্থলেই মারা যান।

দিনাজপুর : চিরিরবন্দরে বাসের ধাক্কায় আব্দুল মজিদ (৬০) নামের একজন নিহত হয়েছেন। গতকাল বুধবার সকালে রংপুর-দিনাজপুর মহাসড়কের চিরিরবন্দর চাম্পাতলী বাজারের সামনে ফকিরের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মণিরামপুর (যশোর) : মণিরামপুরে ট্রাকচাপায় আলী আরশাদ (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে যশোর-সাতক্ষীরা মহাসড়কের মোলাম মিয়ার বটতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

মন্তব্যসাতদিনের সেরা