kalerkantho

বুধবার  । ১৮ চৈত্র ১৪২৬। ১ এপ্রিল ২০২০। ৬ শাবান ১৪৪১

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক   

৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি। আজ বুধবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হবে। গতকাল মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার কালের কণ্ঠকে এ তথ্য জানান। এদিকে দলের জরুরি সংবাদ সম্মেলন ডেকেও তা স্থগিত করেছে দলটি। আজ দুপুর ১২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। বিএনপির দপ্তর পক্ষ থেকে খুদে বার্তায় তা বাতিল করা হয়েছে বলে জানানো হয়। স্থায়ী কমিটির বৈঠকে কর্মসূচি নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। দলটির সিনিয়র কয়েকজন নেতা জানান, ভারতের সঙ্গে হওয়া চুক্তির ইস্যুকে কেন্দ্র করে বুয়েটে একজন মেধাবী ছাত্রকে হত্যার ঘটনা ঘটেছে। এ ইস্যুতে কর্মসূচি দেওয়া যায় কি না—তা ভাবা হচ্ছে। মানববন্ধন, ফেনী নদী অভিমুখে রোডমার্চসহ বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়ে আলোচনা হবে আজ স্থায়ী কমিটির বৈঠকে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী কালের কণ্ঠকে বলেন, ভারতের সঙ্গে করা চুক্তির বিরুদ্ধে ধাপে ধাপে কর্মসূচি দেবে বিএনপি।

মন্তব্যসাতদিনের সেরা