kalerkantho

বুধবার  । ১৮ চৈত্র ১৪২৬। ১ এপ্রিল ২০২০। ৬ শাবান ১৪৪১

সমাজকর্মের রজত জয়ন্তী ৯ জানুয়ারি

শাবিপ্রবি প্রতিনিধি   

৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে ২০২০ সালের ৯ ও ১০ জানুয়ারি দুই দিনব্যাপী রজত জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার দুপুরে বিষয়টি জানিয়েছেন রজত জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব অধ্যাপক মো. আব্দুল জলিল। আব্দুল জলিল জানান, রজত জয়ন্তী উৎসবে অংশগ্রহণ করার জন্য বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের ১৫ অক্টোবরের মধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন ফি প্রাক্তন শিক্ষার্থীদের জন্য দুই হাজার,  স্পাউসসহ তিন হাজার এবং ১৯ ও ২০তম ব্যাচের শিক্ষার্থীদের জন্য এক হাজার, স্পাউসসহ দুই হাজার ও বর্তমান শিক্ষার্থীদের জন্য ৫০০ টাকা।

মন্তব্যসাতদিনের সেরা