kalerkantho

বুধবার  । ১৮ চৈত্র ১৪২৬। ১ এপ্রিল ২০২০। ৬ শাবান ১৪৪১

সম্রাট নারুহিতোর অভিষেক অনুষ্ঠানে যাবেন রাষ্ট্রপতি

কূটনৈতিক প্রতিবেদক   

৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজাপানের সম্রাট নারুহিতোর অভিষেক অনুষ্ঠানে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আগামী ২২ অক্টোবর টোকিওতে ওই অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

কূটনৈতিক সূত্রগুলো জানায়, সম্রাটের অভিষেক অনুষ্ঠানে জাপান বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের আমন্ত্রণ জানিয়েছে। জাপানের আমন্ত্রিত অতিথি হিসেবে রাষ্ট্রপতি ওই অনুষ্ঠানে যোগ দেবেন। আগামী ২০ অক্টোবর জাপানের উদ্দেশে রাষ্ট্রপতির ঢাকা ছাড়ার কথা রয়েছে।

উল্লেখ্য সম্রাট নারুহিতো গত ১ মে জাপানের সম্রাট হিসেবে দায়িত্ব নেন। তাঁর আগে সম্রাট ছিলেন তাঁর বাবা আকিহিতো (৮৭)। বয়সের কারণে ঠিকমতো দায়িত্ব পালন করতে না পারার আশঙ্কায় ২০১৬ সালে আকিহিতো সম্রাটের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন। গত ১ মে তা কার্যকর হয়। আগামী ২২ অক্টোবর বিশ্বনেতাদের উপস্থিতিতে সম্রাট নারুহিতোর অভিষেক হবে।

মন্তব্যসাতদিনের সেরা