kalerkantho

মঙ্গলবার । ২৮ জানুয়ারি ২০২০। ১৪ মাঘ ১৪২৬। ২ জমাদিউস সানি ১৪৪১     

পুঠিয়া থানার ওসি সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক   

৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজশাহীর পুঠিয়া থানার ওসি শাকিল উদ্দিন আহমেদ বাপ্পিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে রাজশাহীর পুঠিয়ার শ্রমিক নেতা নুরুল ইসলাম হত্যা মামলার এজাহার বদলে ফেলার অভিযোগের বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত শুরু হওয়ায় তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। হাইকোর্টের নির্দেশে এই বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। নুরুল ইসলামের মেয়ে নিগার সুলতানার করা এক রিট আবেদনে হাইকোর্ট গত ১৬ সেপ্টেম্বর পুঠিয়া থানার ওসির বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে ওই অভিযোগ তদন্ত করে আগামী ৪৫ দিনের মধ্যে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে ওই ওসিকে কেন চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হবে না, তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কেন নির্দেশ দেওয়া হবে না ও তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা