kalerkantho

রবিবার। ২৪ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৭ জুন ২০২০। ১৪ শাওয়াল ১৪৪১

প্রথম জেলা হিসেবে হবিগঞ্জে শতভাগ মিড ডে মিল চালু

হবিগঞ্জ প্রতিনিধি   

৩০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রথম জেলা হিসেবে হবিগঞ্জে শতভাগ উচ্চ বিদ্যালয়ে মিড ডে মিল চালু হয়েছে। জেলার ১৭৭টি উচ্চ বিদ্যালয়ে এই সেবা চালু হয়। গতকাল দুপুরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি একযোগে সারা দেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মিড ডে মিল চালু উদ্বোধন করলেও হবিগঞ্জের আগে কোনো জেলা এই কৃতিত্ব অর্জন করতে পারেনি।

মিড ডে মিল উদ্বোধন উপলক্ষে সিলেট বিভাগের চার জেলার চার শিক্ষাপ্রতিষ্ঠানে আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠান। হবিগঞ্জের বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউদ্দিন, বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু কর্মকার প্রমুখ। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে শিক্ষার্থী ও অভিভাবকরা শিক্ষামন্ত্রীর বক্তব্য শোনেন। পরে জেলার ১৭৭টি স্কুলে একযোগে মিড ডে মিল গ্রহণ করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা