kalerkantho

সোমবার । ১৫ অগ্রহায়ণ ১৪২৭। ৩০ নভেম্বর ২০২০। ১৪ রবিউস সানি ১৪৪২

খুলনা নৌ অঞ্চল সফর করলেন ভারতীয় নৌপ্রধান

নিজস্ব প্রতিবেদক   

২৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেখুলনা নৌ অঞ্চল সফর করলেন ভারতীয় নৌপ্রধান

ভারতীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল করমবীর সিং গত রবিবার ঢাকায় নৌ সদর দপ্তরে বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি : আইএসপিআর

সফররত ভারতীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল করমবীর সিং গতকাল সোমবার খুলনা নৌ অঞ্চল সফর করেছেন। এ সময় তিনি খুলনা নেভাল এরিয়া কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম মুসার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

আইএসপিআর জানায়, সাক্ষাৎকালে রিয়ার অ্যাডমিরাল এম মুসা ভারতীয় নৌপ্রধানের সঙ্গে পারস্পরিক কুশল বিনিময় করেন। পাশপাশি বাংলাদেশ সফরের জন্য অ্যাডমিরাল করমবীর সিংকে ধন্যবাদ জানান। এ সময় ভারতীয় নৌপ্রধানকে খুলনা নৌ অঞ্চলের বিভিন্ন অপারেশনাল কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করা হয়। পরে ভারতীয় নৌপ্রধান খুলনা শিপইয়ার্ড পরিদর্শন করেন এবং বিভিন্ন ওয়ার্কশপ ঘুরে দেখেন। এ সময় তিনি জাহাজ নির্মাণে বাংলাদেশের সক্ষমতার ভূয়সী প্রশংসা করেন। শিপইয়ার্ড পরিদর্শন শেষে তিনি সুন্দরবনের করমজল পরিদর্শন করেন এবং সেখানকার বন্য প্রাণী সংরক্ষণাগার ঘুরে দেখেন। এ সময় বাংলাদেশ ও ভারতে নিযুক্ত ডিফেন্স অ্যাটাচেসহ নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা