kalerkantho

বুধবার । ১৩ নভেম্বর ২০১৯। ২৮ কার্তিক ১৪২৬। ১৫ রবিউল আউয়াল ১৪৪১     

স্বরাষ্ট্রমন্ত্রী বললেন

গডফাদার গ্র্যান্ডফাদার বলে কিছু নেই

নিজস্ব প্রতিবেদক   

২৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেস্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, গডফাদার বা গ্র্যান্ডফাদার বলে কিছু নেই। যারা অপরাধ করবে তাদের বিচারের মুখোমুখি হতে হবে। দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। কেউ ছাড় পাবে না।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ দপ্তরে গতকাল সোমবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আসাদুজ্জামান খান। ক্যাসিনোর বিরুদ্ধে অভিযানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘অবৈধ ব্যবসা, টেন্ডারবাজির কথা আমাদের কানে আসে। যে তথ্য এসেছে সে অনুযায়ী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ শুরু করেছে। যারা অপরাধ করেছে তাদেরকে চিহ্নিত করা হয়েছে। আইনের চোখে সে অপরাধী। গডফাদার, গ্র্যান্ডফাদার এগুলো কিছু নেই।’

মন্তব্যসাতদিনের সেরা