kalerkantho

মঙ্গলবার । ১২ নভেম্বর ২০১৯। ২৭ কার্তিক ১৪২৬। ১৪ রবিউল আউয়াল ১৪৪১     

আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের দাবি

মুন্সীগঞ্জ প্রতিনিধি   

২৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমুন্সীগঞ্জের শ্রীনগরের আড়িয়ল বিলে বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের দাবিতে পঞ্চম মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৪টায় উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের মদনখালী উচ্চ বিদ্যালয়সংলগ্ন এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিমানবন্দর নির্মাণ বাস্তবায়ন কমিটির সদস্যসচিব মসিউর রহমান মামুন।

২০১০ সালে আন্দোলনের মুখে আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের উদ্যোগটি স্থগিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিলবাসীর পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করে পুনরায় আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান মসিউর রহমান মামুন।

মন্তব্যসাতদিনের সেরা