kalerkantho

শুক্রবার । ২২ নভেম্বর ২০১৯। ৭ অগ্রহায়ণ ১৪২৬। ২৪ রবিউল আউয়াল ১৪৪১     

ফারুকী হত্যা মামলা

তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে ৫ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক   

২৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেইসলামী ফ্রন্ট নেতা ও ইসলামী অনুষ্ঠানের টিভি উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ৫ নভেম্বর ধার্য করেছেন আদালত। গতকাল সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এ তারিখ ধার্য করেন।

গতকাল তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করায় শুনানি শেষে মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস এ নতুন তারিখ ধার্য করেন।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ আগস্ট রাজধানীর পূর্ব রাজাবাজারে আনুমানিক ছয়-সাতজন যুবক ফারুকীর বাসায় ঢুকে তাঁর স্ত্রী, ছেলেসহ বাসায় থাকা সবার হাত-পা বেঁধে ফারুকীর গলা কেটে হত্যা করে। এ ঘটনায় ফারুকীর ছেলে ফয়সাল ফারুকী অজ্ঞাতপরিচয় ৮-১০ জনকে আসামি করে শেরেবাংলানগর থানায় একটি হত্যা মামলা করেন।

মন্তব্যসাতদিনের সেরা