kalerkantho

বৃহস্পতিবার । ১৪ নভেম্বর ২০১৯। ২৯ কার্তিক ১৪২৬। ১৬ রবিউল আউয়াল ১৪৪১     

দুই শিশুসহ তিনজন ‘ধর্ষিত’

ময়মনসিংহে প্রধান শিক্ষক গ্রেপ্তার

কালের কণ্ঠ ডেস্ক   

২৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণের অভিযোগে বগুড়ায় কোচিং সেন্টারের এক পরিচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে। ময়মনসিংহে যৌন হয়রানির অভিযোগে এক প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ। গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাগেরহাটের মোরেলগঞ্জে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কালের কণ্ঠ’র নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবরে বিস্তারিত—

বগুড়া : বিয়ের আশ্বাস দিয়ে এক যুবতীকে ধর্ষণের অভিযোগে আলী আহসান ডিউক (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্ত ডিউক উপশহরের সিন্ধা আবাসিক এলাকার ‘ক্রিয়েশন হোম কোচিং সেন্টার’-এর পরিচালক এবং ঝোপগাড়ী এলাকার বাসিন্দা। ভুক্তভোগী নারী ওই কোচিংয়ে কাজ করতেন। তাঁর অভিযোগ, বিয়ের আশ্বাস দিয়ে ডিউক তাঁকে একাধিকবার ধর্ষণ করেন।

রূপগঞ্জ : স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে আড়িয়াবো এলাকার লিটন মিয়াকে। রূপগঞ্জ থানায় দায়ের হওয়া ওই মামলার এজাহার অনুযায়ী, গত রবিবার দুপুরে ১০ বছরের শিশুটি মাঠে খেলাধুলা করছিল। ওই সময় লিটন মিয়া চকোলেটের প্রলোভন দেখিয়ে শিশুটিকে বাড়িতে নিয়ে ধর্ষণ করেন।

মোরেলগঞ্জ : গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে মজিবুল হক বয়াতী (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই গৃহবধূর স্বামীর ভাষ্য, ‘গত বুধবার সকালে আমার স্ত্রী মধ্য-বরিশাল গ্রামের বেড়িবাঁধ এলাকায় গরু চড়াতে যায়। ওই সময় তাঁকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে মজিবুল হক।’

ময়মনসিংহ : হালুয়াঘাট উপজেলার চরমোকামিয়া শহীদ খাজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিনের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। গতকাল সকালে উপজেলার চরগোরকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হালুয়াঘাট পুলিশ অভিযুক্ত মফিজ উদ্দিকে গ্রেপ্তার করেছে।

সোনাগাজী : কোমল পানীয় পান করিয়ে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল অভিযুক্ত আশফাকুল রহমান বাবলাকে (৩৪) আটক করেছে পুলিশ। আশফাকুল রহমান বাবলা দিনাজপুরের নবাবগঞ্জ থানার হরিরামপুর গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, দশম শ্রেণির ওই ছাত্রী গত রবিবার তার নানাবাড়ি বেড়াতে যায়। রাত ১০টার দিকে বাড়ির ভাড়াটে আশফাকুল কোমল পানীয় পান করিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে।

মন্তব্যসাতদিনের সেরা