kalerkantho

শুক্রবার  । ২৭ চৈত্র ১৪২৬। ১০ এপ্রিল ২০২০। ১৫ শাবান ১৪৪১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

স্বার্থবাদী এজেন্ডা বাস্তবায়ন না করার আহ্বান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

২২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘স্বার্থবাদী গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নে অংশগ্রহণ না করা এবং শিক্ষার্থীদের সচেতন থাকার আহ্বান’ জানিয়েছেন  উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামপন্থী শিক্ষকদের সংগঠন ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ।’ গতকাল শনিবার সন্ধ্যায় সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান চৌধুরী এবং সাধারণ সম্পাদক অধ্যাপক বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

এতে শিক্ষার্থীদের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে ভর্তি পরীক্ষা পরিদর্শনে বাধা প্রদান কিংবা অবাঞ্ছিত ঘোষণা করার কোনো এখতিয়ার কারো নেই এবং এ ধরনের কাজ শিষ্টাচারবহির্ভূত এবং অগ্রহণযোগ্য বলেও উল্লেখ করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা