kalerkantho

শুক্রবার । ১৩ ডিসেম্বর ২০১৯। ২৮ অগ্রহায়ণ ১৪২৬। ১৫ রবিউস সানি          

খেলাঘরের জাতীয় সম্মেলন শেষ

পান্না কায়সার ফের সভাপতি

নিজস্ব প্রতিবেদক   

২২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনতুন কেন্দ্রীয় কমিটি গঠনের মাধ্যমে শেষ হলো খেলাঘরের দুই দিনের জাতীয় সম্মেলন। সম্মেলনে খেলাঘরের কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সভাপতি হিসেবে অধ্যাপিকা পান্না কায়সারকে পুনর্নির্বাচিত এবং অধ্যাপক প্রণয় সাহাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১০১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত সম্মেলনে অধ্যাপিকা পান্না কায়সারের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, শিশু হত্যা, ধর্ষণ ও নির্যাতনকারীদের কঠোর শাস্তির আওতায় আনা হবে। এ ধরনের অপরাধ করে কেউ পার পাবে না। এদের শাস্তির আওতায় আনতে শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর।

মন্তব্যসাতদিনের সেরা