kalerkantho

বৃহস্পতিবার  । ২৬ চৈত্র ১৪২৬। ৯ এপ্রিল ২০২০। ১৪ শাবান ১৪৪১

শিগগির কাউন্সিল করার পদক্ষেপ নেবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক   

২২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিভাগীয় সমাবেশ করার পর চলতি বছরের শেষে বা নতুন বছরে প্রথম দিকে বিএনপি তার সপ্তম কাউন্সিল করার জন্য পদক্ষেপ নিচ্ছে। গতকাল শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকের পর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।

মির্জা ফখরুল জানান, বিএনপির বিভাগীয় সমাবেশগুলো শেষ করে চলতি বছরের শেষ দিকে বা পরের বছরের প্রথম দিকে কাউন্সিল করার সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, ছাত্রদলের কাউন্সিল সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় স্থায়ী কমিটির বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে মির্জা আব্বাসকেও ধন্যবাদ জানান নেতারা।

বৈঠকে রংপুর-৩ উপনির্বাচন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেট, ময়মনসিংহ ও রাজশাহীতে সমাবেশ কর্মসূচির বিষয় নিয়ে আলোচনা হয়।

মন্তব্যসাতদিনের সেরা