kalerkantho

বৃহস্পতিবার  । ২৬ চৈত্র ১৪২৬। ৯ এপ্রিল ২০২০। ১৪ শাবান ১৪৪১

উত্তরা ৭ নম্বর সেক্টর

পার্কটি উন্মুক্ত করেছে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক   

২২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসংস্কারকাজ শেষে উত্তরার ৭ নম্বর সেক্টরের পার্কটি ব্যবহারের জন্য উন্মুক্ত করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গতকাল শনিবার বিকেলে ডিএনসিসির মেয়র আনুষ্ঠানিকভাবে পার্কটি উন্মুক্ত করেন।

ডিএনসিসি জানিয়েছে, প্রায় আড়াই একরের পার্কটি সংস্কারে খরচ হয়েছে দুই কোটি ৩২ লাখ টাকা। সব বয়সের মানুষের জন্য বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে পার্কটিতে। এর মধ্যে ব্যবহারকারীদের জন্য বসার স্থান, ৭৫৯ মিটার হাঁটার সড়ক, খেলার স্থান ও বাইসাইকেল লেন রয়েছে। এ ছাড়া শিশুদের জন্য স্লিপারসহ অন্যান্য ব্যবস্থা রাখা হয়েছে। পার্কের ভেতরে আধুনিক টয়লেট, গ্রিলের বাউন্ডারি এবং পর্যাপ্ত গাছ লাগিয়ে সবুজায়ন করা হয়েছে। স্থপতি শাহজাবিন কবিরের নকশায় পার্কটির সংস্কারকাজ করা হয়েছে।

পার্কটি উন্মুক্ত করার সময় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘২৪টি পার্ক ডিএনসিসি এলাকায় সংস্কার করে উন্মুক্ত করে দেওয়া হবে সবার জন্য। পার্কে খেলার ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া রাতে পার্কে নির্ভয়ে হাঁটাচলার জন্য পর্যাপ্ত নিরাপত্তা এবং আলোর ব্যবস্থা রাখা হবে।’

মন্তব্যসাতদিনের সেরা