kalerkantho

বৃহস্পতিবার  । ২৬ চৈত্র ১৪২৬। ৯ এপ্রিল ২০২০। ১৪ শাবান ১৪৪১

ধানক্ষেতে কীটনাশক ছিটাতে গিয়ে কৃষকের মৃত্যু

তানোর (রাজশাহী) প্রতিনিধি   

২২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজশাহীর তানোরে আমন ক্ষেতে কীটনাশক ছিটানোর পর বাড়ি ফিরেই এক কৃষক মারা গেছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলার পাঁচন্দর ইউপির ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

হতভাগ্য কৃষক জালাল উদ্দিন (৫২) ডাঙ্গাপাড়া গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে। এ ঘটনায় স্থানীয় কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে প্রতিবেশীরা।

পারিবারিক সূত্রে জানা গেছে, কৃষক জালাল উদ্দিন নিজের দেড় বিঘা জমিতে আমন চাষ করেছেন। সেই আমন  ক্ষেতে গতকাল সকাল ১০টার দিকে তিনি কীটনাশক ছিটাতে যান। কীটনাশক ছিটানোর শেষে দুপুর ১২টার দিকে বাড়ি ফেরা মাত্র জ্ঞান হারান তিনি। পরিবারের লোকজন তাঁকে হাসপাতালে নেওয়ার প্রস্তুত নেওয়ার আগেই তিনি মারা যান।

এ ঘটনায় কৃষক জালাল উদ্দিনের প্রতিবেশী ডাঙ্গাপাড়া গ্রামের সাহাবুর রহমান নামের এক শিক্ষক ও স্থানীয় একাধিক ব্যক্তি স্থানীয় কৃষি কর্মকর্তাদের ওপর ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা বলেন, স্থানীয় কৃষি কর্মকর্তারা যদি কৃষকদের মধ্যে কীটনাশক প্রয়োগের নিয়ম-কানুন প্রচার করে তাঁদের সচেতন করতেন, তাহলে কৃষক জালালের মৃত্যু হতো না।

মন্তব্যসাতদিনের সেরা