kalerkantho

বৃহস্পতিবার  । ২৬ চৈত্র ১৪২৬। ৯ এপ্রিল ২০২০। ১৪ শাবান ১৪৪১

শুভসংঘের উদ্যোগ

রামগঞ্জ কলেজের শিক্ষার্থীরা পেল শিক্ষা উপকরণ

নীলফামারী প্রতিনিধি   

২২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনীলফামারীর রামগঞ্জ কলেজের শিক্ষার্থীরা পেল কালের কণ্ঠ শুভসংঘের দেওয়া পাঠ্য বইসহ শিক্ষা উপকরণ। প্রত্যন্ত অঞ্চলের ওই কলেজের ২০৫ জন শিক্ষার্থীর বেশির ভাগই দরিদ্র পরিবারের। অর্থসংকটের কারণে বইসহ অন্যান্য শিক্ষা উপকরণ কেনার সামর্থ্য ছিল না তাদের। এতে ব্যাহত হচ্ছিল লেখাপড়া। তাই তাদের সহযোগিতায় এগিয়ে এসেছেন শুভসংঘ নীলফামারীর সদস্যরা। তাঁরা ‘শুভ কাজে সবার পাশে’ থাকার অঙ্গীকারে গতকাল শনিবার পাঠ্য বইসহ শিক্ষা উপকরণ বিতরণ করেছেন এসব শিক্ষার্থীর মাঝে। বই ও উপকরণ হাতে পেয়ে আত্মহারা শিক্ষার্থীরা। না পাওয়ার পুরনো বেদনা ভুলে নতুন করে তাদের স্বপ্ন জয়ের সাধ জাগে।

শিক্ষার্থী রঞ্জিনা আক্তার বলে, ‘পরিবারের অভাব-অনটনের কারণে বই কিনে দিতে পারছিল না বাবা। ফলে ব্যাহত হচ্ছিল লেখাপড়া। এ নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিলাম। আজ বই ও খাতা পাওয়ার পর সে চিন্তা থেকে মুক্ত হলাম। কালের কণ্ঠ শুভসংঘ আমার স্বপ্ন জয়ের পথটি সহজ করে দিয়েছে।’

তার মতো দুশ্চিন্তায় ছিল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সেলিনা আক্তার, দুলালী আক্তার, জাকির হোসেন, এনামুল হক, দুলালী শর্মা, নয়ন ইসলামসহ অনেকেই।

মন্তব্যসাতদিনের সেরা