kalerkantho

বৃহস্পতিবার । ১৬ আশ্বিন ১৪২৭ । ১ অক্টোবর ২০২০। ১৩ সফর ১৪৪২

জাতীয় নদী কমিশনের চেয়ারম্যান বললেন

সঠিক পরিকল্পনা ছাড়া নদী রক্ষায় কোনো প্রকল্প নয়

মানিকগঞ্জ প্রতিনিধি   

১০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজাতীয় নদী কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার বলেছেন, নদী রক্ষায় নেওয়া প্রকল্পগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়ন না হলে কেউ রেহাই পাবে না। এর জন্য জেলেও যেতে হতে পারে। তাই সঠিক পরিকল্পনা ছাড়া নদী রক্ষায় কোনো প্রকল্প নেওয়া যাবে না। গতকাল সোমবার দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ধলেশ্বরী নদীর খননকাজ নিয়ে এক মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন।

মজিবুর রহমান হাওলাদার আরো বলেন, পরিকল্পনা ছাড়া কাজ করলেন, কিন্তু কোনো ফল হলো না। এতে সরকারের টাকা সব গচ্চা যাবে। তাই টেকসই উন্নয়নের জন্য সঠিক পরিকল্পনা নিয়ে কাজ বাস্তবায়ন করতে হবে।

এটা ছেলে খেলা নয়, এটা নদীর খেলা। নদীর গতিবিধি বুঝেই পরিকল্পনা করতে হবে। সঠিক সার্ভে ছাড়া নদী রক্ষায় আর কোনো প্রকল্প না নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের নির্দেশ দেন।

মন্তব্যসাতদিনের সেরা