kalerkantho

শনিবার । ৪ আশ্বিন ১৪২৭। ১৯ সেপ্টেম্বর ২০২০। ১ সফর ১৪৪২

কুড়িগ্রামে মাছ ধরা নিয়ে সংঘর্ষে একজন নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি   

১০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকুড়িগ্রামের নাগেশ্বরীতে পুকুরে বড়শি দিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে উপজেলার নেওয়াশী ইউনিয়নের সুখাতি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম আব্দুল ওহাব খান (৫৫)। এ ঘটনায় নিহতের ছোট ভাই মোহাম্মদ আলী ও মোহাম্মদ আলীর ছেলে গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ওহাব ও মোহাম্মদ আলীর পাশাপাশি পুকুর রয়েছে। নিজেদের পুকুরে বড়শি দিয়ে একটি মাছ ধরেন ওহাব। পরে মোহাম্মদ আলী ও তাঁর ছেলে ওই মাছ নিজেদের পুকুরের দাবি করলে কথা-কাটাকাটি শুরু হয়। এতে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ লেগে ওহাব গুরুতর আহত হন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নাগেশ্বরী থানায় মামলা হয়েছে।

নাগেশ্বরী থানার ওসি রওশন কবীর জানান, ঘটনায় সম্পৃক্ত সন্দেহে তিনজনকে থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ শেষে দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা