kalerkantho

রবিবার। ১৭ নভেম্বর ২০১৯। ২ অগ্রহায়ণ ১৪২৬। ১৯ রবিউল আউয়াল ১৪৪১     

শিমরাইলে ফ্রি হেলথ ক্যাম্প

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি   

৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিশ্ব ফিজিও থেরাপি দিবস উদযাপন উপলক্ষে গতকাল রবিবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় হলি কেয়ার স্পেশালাইজড ফিজিও থেরাপি সেন্টারে ফ্রি হেলথ ক্যাম্প ও আলোচনাসভার আয়োজন করা হয় হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী। তিনি বলেন, বর্তমান সরকার জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক নির্মূলে কাজ করে যাচ্ছে। এ সময় মেয়র বলেন, ‘সন্ত্রাসী, জঙ্গি ও মাদকাসক্ত জনগোষ্ঠী সমাজকে বিষাক্ত করে তুলতে চায়। এরা যাতে মাথাচাড়া দিতে না পারে, সে জন্য

সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

মোহাম্মদ নুরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব ও ডাক্তার মাকসুদুল আলম সঞ্চালনা করেন।

মন্তব্যসাতদিনের সেরা