kalerkantho

রবিবার। ১৭ নভেম্বর ২০১৯। ২ অগ্রহায়ণ ১৪২৬। ১৯ রবিউল আউয়াল ১৪৪১     

জার্মানির উচ্চপর্যায়ের ব্যবসায়ী দল ঢাকায়

কূটনৈতিক প্রতিবেদক   

৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা খতিয়ে দেখতে জার্মানির উচ্চপর্যায়ের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল পাঁচ দিনের সফরে গতকাল রবিবার ঢাকায় এসেছে। এই দলে বস্ত্র, আসবাবপত্র, জাহাজ থেকে শুরু করে পরিবেশ-প্রযুক্তি, ব্যাংকিং ও পর্যটন খাতের প্রতিনিধিরা রয়েছেন।

জানা গেছে, অ্যাসোসিয়েশন অব জার্মান চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে সঙ্গে নিয়ে জার্মান এশিয়া-প্যাসিফিক বিজনেস অ্যাসোসিয়েশন জার্মান ব্যবসায়ী প্রতিনিধিদলের এ সফরের আয়োজন করেছে। প্রতিনিধিদলটি বাংলাদেশ সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করা ছাড়াও এ দেশে শীর্ষস্থানীয় ও আন্তর্জাতিক কম্পানিগুলোর সঙ্গে বৈঠক করবে। তারা আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় সংবাদ সম্মেলন করে বাংলাদেশ সফর শেষ করবে।

মন্তব্যসাতদিনের সেরা