kalerkantho

রবিবার। ১৭ নভেম্বর ২০১৯। ২ অগ্রহায়ণ ১৪২৬। ১৯ রবিউল আউয়াল ১৪৪১     

প্রতিবন্ধীবান্ধব ওয়েবসাইট উন্মোচন করল ব্র্যাক

নিজস্ব প্রতিবেদক   

৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবেশির ভাগ প্রতিবন্ধী ব্যক্তি, বিশেষ করে দৃষ্টিপ্রতিবন্ধীরা প্রচলিত প্রযুক্তি ব্যবহার করে ওয়েবসাইট ব্যবহার করতে পারেন না। তাই তাঁদের জন্য এসব কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ কঠিন হয়ে পড়ে। তাঁরা যেন ওয়েবসাইট বুঝতে, পরিচালনা করতে এবং যোগসূত্র স্থাপন করতে পারেন, সেই লক্ষ্য সামনে রেখে নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটটিকে প্রতিবন্ধীবান্ধব ওয়েবসাইটে রূপান্তর করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।

গতকাল রবিবার সকালে মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক কে এম আব্দুস সালাম। ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউএনডিপির মানবাধিকার বিভাগের প্রধান কারিগরি উপদেষ্টা শারমীলা রাসুল। এতে আরো উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইসমাইল ও উপসচিব ড. মো. আবুল হোসেন। 

মন্তব্যসাতদিনের সেরা