kalerkantho

রবিবার। ১৭ নভেম্বর ২০১৯। ২ অগ্রহায়ণ ১৪২৬। ১৯ রবিউল আউয়াল ১৪৪১     

চরফ্যাশনে শুধু ছবি তুলে সাক্ষরতা দিবস

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি   

৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেভোলার চরফ্যাশনে ব্যানারের সামনে দাঁড়িয়ে শুধু ছবি তুলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করেছেন কয়েকটি সরকারি দপ্তরের কর্মকর্তারা। গতকাল রবিবার এ ঘটনা ঘটে।

জানা যায়, সকাল ৮টার দিকে উপজেলা প্রশাসন ভবন থেকে শোভাযাত্রা বের হওয়ার কথা ছিল; কিন্তু তা হয়নি। বরং উপজেলা চত্বরে ব্যানারের সামনে দাঁড়িয়ে একটি ছবি তুলে সাক্ষরতা দিবস পালন করেন কয়েকটি সরকারি দপ্তরের কর্মকর্তারা। এ সময় এলজিইডির প্রকৌশলী মো. রেজাউল করিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক মিলন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক বলেন, ‘আন্ত খেলা নিয়ে ব্যস্ত থাকায় শুধু ব্যানারের সামনে দাঁড়িয়ে দ্রুত চলে যেতে হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন বলেন, ‘আমি অফিসের কাজে ভোলা এসেছি।

মন্তব্যসাতদিনের সেরা