kalerkantho

রবিবার। ১৭ নভেম্বর ২০১৯। ২ অগ্রহায়ণ ১৪২৬। ১৯ রবিউল আউয়াল ১৪৪১     

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ   

৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহে জেলা পুলিশের গোয়েন্দা শাখার একদল সদস্যের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সজল মিয়া (৩০) নামের এক মাদক কারবারি নিহত হয়েছেন। সজল ময়মনসিংহ নগরীর কৃষ্টপুর এলাকার আরজু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গত শনিবার রাতে ময়মনসিংহের মধ্যবাড়েরা নিজামনগর এলাকায় কয়েকজন কারবারি মাদক কেনাবেচা করছে—এমন খবর জানতে পেরে ওই এলাকায় পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে মাদক কারবারিরা গুলি ছুড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে মাদক কারবারিরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে সজল নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ। পরে সজলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে তিনটি চাকু ও ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। সজল মিয়ার নামে মাদকসহ ছয়টি মামলা রয়েছে বলে জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান।

মন্তব্যসাতদিনের সেরা