kalerkantho

রবিবার। ১৭ নভেম্বর ২০১৯। ২ অগ্রহায়ণ ১৪২৬। ১৯ রবিউল আউয়াল ১৪৪১     

শোলাকিয়ার ঐতিহ্য রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নিজস্ব প্রতিবেদক   

৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেউপমহাদেশের অন্যতম বৃহৎ ঈদগাহ ময়দান কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠের সৌন্দর্য বিনষ্ট করে মডেল মসজিদ কমপ্লেক্স নির্মাণের প্রতিবাদ জানিয়েছে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ঐতিহ্য রক্ষা কমিটি। স্থানীয় প্রশাসনের নেওয়া এই সিদ্ধান্তকে ভুল ও হঠকারী আখ্যায়িত করে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী মাঠটি দ্বিখণ্ডিত করার এই সিদ্ধান্ত পরিবর্তনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে তারা।

জাতীয় প্রেস ক্লাবের সামনে গতকাল রবিবার মাঠ রক্ষা কমিটি আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে এই আহ্বান জানানো হয়। রক্ষা কমিটির আহ্বায়ক ড. খলিলুর রহমানের নেতৃত্বে কিশোরগঞ্জ থেকে ঢাকায় আসা কিশোরগঞ্জবাসীদের মধ্যে বক্তব্য দেন মাওলানা ইদ্রিস, মাওলানা কামাল উদ্দীন, সাংবাদিক আশরাফুল ইসলাম তুষার প্রমুখ।

সমাবেশে বক্তারা মাঠসংলগ্ন পশ্চিম পাশের গরুর হাটে মসজিদ নির্মাণের দাবি জানিয়ে বলেন, ওয়াক্ফ এনলিস্টেডের আইন অমান্য করে অন্যায়ভাবে কিশোরগঞ্জবাসীর মতের বিরুদ্ধে গিয়ে জোর করে এই প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করা হয়েছে। ফতোয়া না জানা ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতি জেলা প্রশাসকের এমন হঠকারী সিদ্ধান্তে কিশোরগঞ্জবাসী বিক্ষুব্ধ। প্রকল্পের নির্মাণকাজ শুরু হওয়ার আগেই এ বিষয়ে জেলা প্রশাসককে লিখিত অনুরোধ জানানো হলেও স্থানীয় লোকজনের অনুরোধের তোয়াক্কা করছেন না তিনি।

মন্তব্যসাতদিনের সেরা