kalerkantho

রবিবার। ১৭ নভেম্বর ২০১৯। ২ অগ্রহায়ণ ১৪২৬। ১৯ রবিউল আউয়াল ১৪৪১     

টঙ্গীতে নদী দখল ও দূষণ রোধে নদীযাত্রা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি   

৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটঙ্গীতে নদী দখল ও দূষণ রোধে নদীযাত্রা কর্মসূচি পালন করা হয়েছে। টঙ্গী উন্নয়ন পরিষদের আয়োজনে গতকাল রবিবার সকালে স্থানীয় পরানমণ্ডলেরটেক খেয়াঘাট থেকে যাত্রা শুরু করে ভাওয়াল মির্জাপুর পর্যন্ত তুরাগ নদে নদীযাত্রা কর্মসূচি পালিত হয়।

নদীযাত্রার শুরুতে অনুষ্ঠিত আলোচনাসভায় টঙ্গী উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ মোস্তফা কামাল হুমায়ুন হিমু, টঙ্গী থানা প্রেস ক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার এম এম হেলাল উদ্দিন, বাংলাদেশ সাংবাদিক সোসাইটির মহাসচিব নাসির উদ্দিন বুলবুল প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, যেকোনো মূল্যে টঙ্গী-গাজীপুরের প্রাণ তুরাগ নদকে বাঁচাতে হবে। দখল ও দূষণ রোধ করতে হবে। নদীদূষণ রোধ করতে না পারলে নদীর পানি ও মাছ ধ্বংস হয়ে যাবে।

মন্তব্যসাতদিনের সেরা