kalerkantho

রবিবার। ১৭ নভেম্বর ২০১৯। ২ অগ্রহায়ণ ১৪২৬। ১৯ রবিউল আউয়াল ১৪৪১     

চার দিনের সংসদ অধিবেশন শুরু

এরশাদের মৃত্যুতে শোক প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক   

৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেএকাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। গতকাল রবিবার বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়। চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকেল ৫টায় এ অধিবেশন বসবে। শুরুর দিন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদসহ বেশ কয়েকজন বিশিষ্টজনের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়।

সংসদ অধিবেশন শুরুর আগে জাতীয় সংসদ ভবনে সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের সময়সীমা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে কমিটির সদস্য সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় উপনেতা রওশন এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, হাসানুল হক ইনু, মো. ফজলে রাব্বী মিয়া, আনিসুল হক, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, নূর-ই-আলম চৌধুরী এবং আবদুস সাত্তার ভুঞা উপস্থিত ছিলেন।

বৈঠকে জানানো হয়, চলতি অধিবেশনে সংসদে উত্থাপনের জন্য এ পর্যন্ত তিনটি সরকারি বিলের নোটিশ পাওয়া গেছে। আর অনিষ্পন্ন দুটি সরকারি বিল পাসের জন্য কমিটিতে পরীক্ষাধীন রয়েছে। বেসরকারি সদস্যদের কাছ থেকে একটি বিলের নোটিশ পাওয়া গেছে এবং অনিষ্পন্ন একটি বিল রয়েছে।

আরো জানানো হয়, সংসদে উত্তর দানের জন্য প্রধানমন্ত্রীর কাছে ৭০টি ও মন্ত্রীর কাছে এক হাজার ৫৫৩টি প্রশ্ন পাওয়া গেছে। এ ছাড়া সিদ্ধান্ত প্রস্তাব (বিধি-১৩১) ১০৯টি, মুলতবি প্রস্তাব (বিধি-৬২) ১৫টি ও মনোযোগ আকর্ষণীয় (বিধি-৭১) ৬০টি নোটিশ পাওয়া গেছে।

এদিকে অধিবেশনের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন পরিচালনার জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী নির্বাচিত করা হয়। তাঁরা হলেন উপাধ্যক্ষ আবদুস শহীদ, এনামুল হক, মৃণাল কান্তি দাশ, কাজী ফিরোজ রশীদ ও জয়া সেনগুপ্ত। এরপর শোক প্রস্তাব নিয়ে আলোচনা শেষে সংসদ অধিবেশন আজ সোমবার বিকেল ৫টা পর্যন্ত মুলতবি করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা