kalerkantho

মঙ্গলবার । ১২ নভেম্বর ২০১৯। ২৭ কার্তিক ১৪২৬। ১৪ রবিউল আউয়াল ১৪৪১     

উত্তরায় লন্ড্রি দোকানে আগুন

নিজস্ব প্রতিবেদক   

৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরে একটি লন্ড্রির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার মালপত্র পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে ছয়তলা ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।

উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, উত্তরার ১৩ নম্বর সেক্টরে অবস্থিত একটি ছয়তলা ভবনের নিচতলায় আগুন লাগে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে অল্প সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরো জানান, আগুনের ধোঁয়া ভবনটিতে ছড়িয়ে পড়লে দুজন অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

 

 

 

মন্তব্যসাতদিনের সেরা