kalerkantho

বৃহস্পতিবার । ১৪ নভেম্বর ২০১৯। ২৯ কার্তিক ১৪২৬। ১৬ রবিউল আউয়াল ১৪৪১     

শোক

কালের কণ্ঠ ডেস্ক   

৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেমুহাম্মদ মুসা

ব্রাহ্মণবাড়িয়ার ভাষাসৈনিক মুহম্মদ মুসা (৮৪) গত শুক্রবার রাতে পৌর এলাকার দক্ষিণ মৌড়াইলের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার বিকেলে স্থানীয় নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে দক্ষিণ মৌড়াইলের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। বায়ান্নর ভাষা আন্দোলন চলাকালে তিনি ব্রাহ্মণবাড়িয়া মহকুমা সর্বদলীয় ভাষা সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন। তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে  গেছেন। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।

 

ক্ষিতিশ সরকার

দু-দুবার স্ট্রোক করা মুক্তিযোদ্ধা ক্ষিতিশ সরকার আর নেই। দীর্ঘদিন রোগে ভুগে ৭০ বছর বয়সে গত শুক্রবার রাত ১১টা ৪৫ মিনিটে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাষ ত্যাগ করেছেন। গতকাল রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে দুপুরে উপজেলার পশ্চিম সুজনকাঠি গ্রামের নিজ বাড়িতে তাঁর লাশ সমাহিত করা হয়। তিনি স্ত্রী, এক মেয়ে, তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মুক্তিযোদ্ধা ক্ষিতিশ সরকারের মৃত্যুতে শোক জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন প্রমুখ। গৌরনদী ও আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি।

মন্তব্যসাতদিনের সেরা