kalerkantho

শুক্রবার । ১৫ নভেম্বর ২০১৯। ৩০ কার্তিক ১৪২৬। ১৭ রবিউল আউয়াল ১৪৪১     

শাহজাদপুরে রিভা গাঙ্গুলি

শিক্ষা-সংস্কৃতিতে রবীন্দ্রনাথের ভূমিকা অবিস্মরণীয়

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি   

৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস বলেছেন, বিশ্ব সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি ও মানবতায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা অবিস্মরণীয়। তাঁর সাহিত্যকর্ম গবেষণার পাশাপাশি পর্তুগিজ, স্প্যানিশসহ বিভিন্ন ভাষায় রচিত হয়েছে। তাঁর লেখাগুলো কখনোই পুরনো হয় না, এগুলো সব সময়ই সমকালীন।

গতকাল শনিবার সকালে বিশ্বকবির স্মৃতিধন্য সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারিবাড়ি পরিদর্শন শেষে রবীন্দ্র মিলনায়তনে এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিভা গাঙ্গুলি এ সময় আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে রবীন্দ্রনাথের নামে এখানে যে বিশ্ববিদ্যালয়টি গড়ে উঠছে বিশ্বকবির মতোই এর সুনাম সাড়া পৃথিবীতে ছড়িয়ে যাবে। তিনি কাছারিবাড়ির ছায়া সুনিবিড় পরিবেশের প্রশংসা করে আরো বলেন, শাহজাদপুরের রবীন্দ্র কাছারিবাড়িটি ঘিরে পর্যটনস্থল গড়ে উঠতে পারে। এমন উদ্যোগ নিলে ভারতীয়রাই পরিদর্শনে এগিয়ে থাকবে।

 

 

মন্তব্যসাতদিনের সেরা