kalerkantho

শুক্রবার । ১৫ নভেম্বর ২০১৯। ৩০ কার্তিক ১৪২৬। ১৭ রবিউল আউয়াল ১৪৪১     

মোহাম্মদপুরে স্কুলছাত্র খুন

বিরোধের কারণে ছক কষে হত্যা

নিজস্ব প্রতিবেদক   

৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজধানীর মোহাম্মদপুরে চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুলের দশম শ্রেণির ছাত্র মহসিনকে (১৮) আগের কয়েকটি ঘটনার জের ধরে হত্যা করা হয়েছে। তবে ঘটনার দিন গত বুধবার বিকেলে ঢাকা উদ্যানে মহসিনের সঙ্গে বাগিবতণ্ডার ঘটনায় আতঙ্ক গ্রুপ গ্যাং স্টার’ গ্রুপের সদস্যরা আরো খেপে যায়। পরে সন্ধ্যায় হত্যার ছক কষে তারা। পরিকল্পনা ও বাস্তবায়নে গ্রুপের প্রধান রকি (১৮) ও সদস্য আসিফ (১৮) প্রথম থেকেই ছিল। গতকাল শুক্রবার ঢাকার মহানগর হাকিম সাব্বির ইয়াসির আহসান চৌধুরীর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ তথ্য দেয় দুই আসামি।

এ ঘটনায় আটক বাকি তিনজনের মধ্যে ইমরানকে গতকাল গ্রেপ্তার দেখিয়েছে মোহাম্মদপুর থানা পুলিশ।

জবানবন্দিতে তারা জানায়, তাদের নেতৃত্বে মহসিনের ওপর হামলা হয়। ঘটনার দিন বিকেলে (বুধবার) ঢাকা উদ্যানের চৌধুরী হাউজিংয়ে আতঙ্ক গ্রুপের পারভেজের সঙ্গে মহসিনের বাগিবতণ্ডা হয়। এ সময় মহসিনের প্রেমিকা সঙ্গে ছিল। তার কয়েকজন বন্ধুও সেখানে ছিল। তখন মহসিন পারভেজের এক হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে নেয়। এ ঘটনার জের ধরে সন্ধ্যায় পরিকল্পনা করে মহসিনকে হত্যা করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা