kalerkantho

শুক্রবার । ১৫ নভেম্বর ২০১৯। ৩০ কার্তিক ১৪২৬। ১৭ রবিউল আউয়াল ১৪৪১     

আইইবিতে পলক

এডুকেশন সিস্টেমে নয়, সমস্যা লার্নিং সিস্টেমে

নিজস্ব প্রতিবেদক   

৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেতথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক বলেছেন, ‘আমাদের সমস্যা এখন এডুকেশন সিস্টেমে নয়, সমস্যা লার্নিং সিস্টেমে। তা কিভাবে উন্নয়ন করা যায়, সেই চেষ্টা আমাদের করতে হবে।’

গতকাল শুক্রবার ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-তে ‘প্রযুক্তির উৎকর্ষতার যুগে উচ্চশিক্ষাকে নতুনভাবে উদ্ভাবন করা’ শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনারে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তির মাধ্যমেই দেশকে পরিবর্তন করা সম্ভব। সে লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন। ১০ বছরে আইসিটি খাতে এক বিলিয়ন ডলার ব্যয় করেছে সরকার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস আর্লিংটনের  প্রেসিডেন্ট ড. ভিসতাসপ এম কারভারী। বক্তব্য দেন আইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এ মতিন চৌধুরী, ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মিলান পাগন, ইউটিএর অ্যালামনাই মুস্তাক আহমেদ প্রমুখ।

 

 

মন্তব্যসাতদিনের সেরা