kalerkantho

বুধবার । ২০ নভেম্বর ২০১৯। ৫ অগ্রহায়ণ ১৪২৬। ২২ রবিউল আউয়াল ১৪৪১     

সংবাদ সম্মেলনে বিএনপি

মহাসড়কে টোল আদায়ের সিদ্ধান্ত গণবিরোধী

নিজস্ব প্রতিবেদক   

৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেক সভায় মহাসড়ক থেকে টোল আদায়ের নির্দেশ দিয়েছেন। সরকারের এই সিদ্ধান্ত সম্পূর্ণ গণবিরোধী। বিএনপি মনে করে, জনগণের পকেট কাটতে সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে।

গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। রিজভী বলেন, ‘দেশের বেশির ভাগ রাস্তা বেহাল; খানাখন্দে ভরা। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সব সড়কে যানজট লেগেই থাকে। মহাসড়কে টোল আদায় হলে তা যাত্রীদের পকেট থেকেই দিতে হবে। এ ছাড়া টোলব্যবস্থা চালু হলে মহাসড়কে যানজট বাড়বে, নষ্ট হবে যাত্রীদের সময়। লুুটপাটের নীতিতে তারা জনগণকে ট্যাক্সের মধ্যে বন্দি করে ফেলেছে।’

রিজভী বলেন, ‘সীমান্তে বাংলাদেশি হত্যা ও নির্যাতন বেড়ে গেছে। বেড়েছে বিএসএফের নৃশংসতাও। বিশেষ করে উত্তর-পশ্চিম সীমান্তে সাম্প্রতিক কয়েকটি ঘটনায় আটক বাংলাদেশিদের প্রতি বিএসএফ নৃশংস আচরণ করছে। মানবাধিকার সংস্থাগুলোর হিসাব, চলতি বছরের ছয় মাসে বিএসএফের হাতে ১৮ বাংলাদেশি নিহত হয়েছে। এর মধ্যে গত তিন দিনে নিহত হয়েছে দুজন।’

সংবাদ সম্মেলনে দলের নেতা বিলকিস জাহান শিরিন, আবদুস সালাম আজাদ, আসাদুল করীম শাহিন, মাহবুবুল হক নান্নু প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা