kalerkantho

বুধবার । ১৩ নভেম্বর ২০১৯। ২৮ কার্তিক ১৪২৬। ১৫ রবিউল আউয়াল ১৪৪১     

কালীগঞ্জে ছাত্রীর মুখে স্পিরিট নিক্ষেপ

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি   

৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঝিনাইদহের কালীগঞ্জে আঁখি খাতুন নামের এক স্কুলছাত্রীর মুখে স্পিরিট ছুড়ে মেরেছে দুই বখাটে। তবে পুলিশের দাবি, তার মুখে এনার্জি ড্রিংক স্পিড ছোড়া হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাতগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত আঁখি উপজেলার নলভাঙ্গা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে ও নলভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী।

জানা যায়, হাট বারবাজার মাধ্যমিক বিদ্যালয় মাঠে আন্ত স্কুল ফুটবল খেলা দেখা শেষে আঁখি বাড়ি ফিরছিল। সাতগাছিয়া পৌঁছলে নলভাঙ্গা গ্রামের আব্দুস সালামের ছেলে সাগর ও একই গ্রামের হারুনের ছেলে শিহাব তার মুখে স্পিরিট ছোড়ে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

বারবাজার ক্যাম্পের আইসি এসআই শিহাব উদ্দীন জানান, আঁখির মুখে স্পিড ছোড়া হয়েছে। অভিযুক্ত সাগর ও শিহাবকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি।

এদিকে যশোর জেনারেল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক তাবাসসুম করবী জানান, মুখে ক্ষার জাতীয় পদার্থ ছোড়ায় আঁখির চোখ জখম হয়েছে, তবে তা গুরুতর নয়।

 

মন্তব্যসাতদিনের সেরা