kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

ম্যাজিস্ট্রেট সেজে প্রেমের ফাঁদ প্রতারক আটক

নিজস্ব প্রতিবেদক   

৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে এক তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণার অভিযোগে এক যুবককে আটক করেছে র‌্যাব। তার নাম ওয়ালিদ হোসেন (৩১)। গতকাল বৃহস্পতিবার মিরপুরের পাইকপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

সংশ্লিষ্ট এক র‌্যাব কর্মকর্তা বলেন, আটক যুবক নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয়ে ওই তরুণীর সঙ্গে প্রথমে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরপর ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনসহ মোবাইল ফোনে অশ্লীল ছবি ইন্টানেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করে। তবে টাকা না পেয়ে প্রতারক যুবক অশ্লীল ছবি ইন্টারনেটে ছেড়ে দেয়। পরে মেয়েটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়ে তদন্তে ঘটনার সত্যতা পেয়ে ওয়ালিদ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল স্বীকার করেছে, সে ম্যাজিস্ট্রেট নয়।

র‌্যাব জানায়, মেয়েটি অভিজাত পরিবারের সন্তান। আর ছেলেটি ভুয়া ম্যাজিস্ট্রেট। সমাজে এ ধরনের ঘটনা অহরহ ঘটছে। অপরাধী গ্রেপ্তার হচ্ছে। এর পরও মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। এমন ঘটনায় হত্যার ঘটনাও ঘটছে।

মন্তব্যসাতদিনের সেরা