kalerkantho

মঙ্গলবার । ১২ নভেম্বর ২০১৯। ২৭ কার্তিক ১৪২৬। ১৪ রবিউল আউয়াল ১৪৪১     

নতুন স্কেলে পাটকল শ্রমিকদের পাওনা পরিশোধের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক   

৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনতুন স্কেলে পাটকল শ্রমিকদের পাওনা পরিশোধের সুপারিশ করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে জানানো হয়েছে, বস্ত্র ও পাট মন্ত্রণালয় বিজেএমসির নিয়ন্ত্রণাধীন পাটকলগুলোর কর্মচারীদের গত জুলাই মাসের বেতন-ভাতা ও উৎসব ভাতা বাবদ ৮০ কোটি টাকা দিয়েছে। এরই মধ্যে এ টাকা শ্রমিকদের পরিশোধ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন সংসদীয় কমিটির সভাপতি মো. মুজিবুল হক। বৈঠকে কমিটি সদস্য শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, শাজাহান খান, মো. ইসরাফিল আলম, মো. নজরুল ইসলাম চৌধুরী ও শামসুন নাহার এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা