kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

সিংগাইরে ইউনিয়ন যুবলীগ সভাপতি অস্ত্রসহ গ্রেপ্তার

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি   

৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসিংগাইরের জামশা ইউনিয়ন যুবলীগ সভাপতি ওবাইদুর রহমান সাদ্দামকে (৪০) পিস্তলসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত বুধবার রাতে নিজ গ্রাম দক্ষিণ জামশা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, সাদ্দাম মাদক কারবার, অস্ত্র কেনাবেচাসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। দীর্ঘদিন ধরে তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। গত বুধবার রাতে সাদ্দাম জামশা গ্রামের তাঁর সহযোগী শাহীনুর রহমানের বাড়িতে অবস্থান করছিল। পুলিশ এই খবর পেয়ে শাহীনুরের বাড়িতে অভিযান চালায়। এ সময় সাদ্দামকে গ্রেপ্তার করা গেলেও শাহীনুর পালিয়ে যায়।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) এ কে এম শাহীন মণ্ডল বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সাদ্দাম ও শাহীনুরের নামে অস্ত্র আইনে মামলা করেছে। সাদ্দামকে বৃৃহস্পতিবার সকালে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।

মন্তব্যসাতদিনের সেরা