kalerkantho

শুক্রবার । ১৫ নভেম্বর ২০১৯। ৩০ কার্তিক ১৪২৬। ১৭ রবিউল আউয়াল ১৪৪১     

‘বাঁচতে চাই না, মেরে ফেল আমাকে’

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ   

৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেশিয়ালের উপদ্রব থেকে রক্ষা পেতে মুরগির খামারের চারপাশে জিআই তারের সঙ্গে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন খামার মালিক রিপন মিয়া। আর সকালে সেই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল তাঁর আট বছরের শিশু রিফাত মিয়ার। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নের খানপুর গ্রামে।

স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের রিপন মিয়া বাড়ির পাশেই দীর্ঘদিন ধরে মুরগির খামার চালিয়ে আসছেন। সম্প্রতি খামারের বেশ কিছু মুরগি রাতের বেলায় শিয়ালে খেয়ে ফেলে। এ ছাড়া শিয়ালের হানায় অনেক মুরগি আহত হয়ে পরে মারা যায়। এতে তাঁর ব্যবসার ব্যাপক ক্ষতি হচ্ছিল। এ অবস্থায় এক মাস ধরে খামারের চারপাশে জিআই তারের বেড়া দিয়ে তাতে বিদ্যুৎ সংযোগ দিয়ে ফাঁদ পেতে রাখেন রিপন মিয়া। এর পর থেকে বেশ কয়েকটি শিয়াল ছাড়াও বিড়াল ও কুকুরের মৃত্যু হয় বৈদ্যুতিক ফাঁদে আটকা পড়ে।

গতকাল সকালে খামারের মালিক রিপন মিয়ার শিশুপুত্র রিফাত সবার অগোচরে ঘুম থেকে উঠেই খামারের ভেতরে যাওয়ার চেষ্টা করে। এ সময় বৈদ্যুতিক সংযোগ দেওয়া জিআই তারে জড়িয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে।

এর পর থেকে রিফাতের বাবা রিপন নিজের এই ভুলের কারণে ছেলেকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছিলেন। আর বলছিলেন, ‘আমি নিজেই আমার সোনার ধনকে হত্যা করলাম। আমারে তোমরা হত্যা করো। আমি বাঁচতে চাই না।’ বুক চাপড়ে তিনি বলেন, ‘এই ভুল আর কেউ যেন না করে।’ নিহত রিফাত স্থানীয় কানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ত।

ঈশ্বরগঞ্জ আঠারবাড়ী তদন্তকেন্দ্রের ইনচার্জ মোতালেব হোসেন চৌধুরী জানান, পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা